Pages

Tuesday, March 24, 2015

তৈলাক্ত চুলের সমস্যা থেকে মুক্তির দারুণ কিছু উপায়




http://www.banglahealth.com/wp-content/uploads/2015/03/Greasy_Hair-620x264.jpg
চুল আমাদের সকলেরই সৌন্দর্যের একটি বড় অংশ। আর সৌন্দর্যের এই  বড় অংশটি  যদি বাঁধা হয়ে দাঁড়ায় অতিরিক্ত তৈলাক্ততার জন্য তাহলে কার না খারাপ লাগে। তৈলাক্ত ত্বক যেমন বিরক্তিকর ঠিক তেমনই বিরক্তিকর তৈলাক্ত চুলের সমস্যা। মাথার ত্বক অনেক বেশি তৈলাক্ত হওয়ার কারণে চুলে তেলতেলে ভাব চলে আসে যা চুলের জন্যও ভালো নয় মোটেই। এতে করে চুলে খুব দ্রুত ময়লা আটকে যায় এবং চুল পড়া শুরু হয়। এই সমস্যা সমাধানের খুব সহজে কিছু উপায় রয়েছে। চলুন তবে জেনে নেয়া যাক তৈলাক্ত চুলের সমস্যা থেকে মুক্তির দারুণ কিছু উপায়।

১) নিজেই তৈরি করে নিন অয়েল-রিমুভিং শ্যাম্পু

১ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ১ টেবিল চামচ তাজা লেবুর রস একসাথে মিশিয়ে শজেই তৈলাক্ত চুলের জন্য শ্যাম্পু তৈরি করে নিতে পারেন। এটি বাড়তি তেল সরিয়ে ফেলে এবং চুলের ফলিকল নারিশ করে।

২) প্রতিদিন চুল ধোবেন

তৈলাক্ত চুলের সমস্যা দূর করতে প্রয়োজনবধে প্রতিদিনচুল,,,,,,,,,,,,,,more

Sunday, March 22, 2015

রুবেলের সেই নো বলটি সরিয়ে ফেলেছে আইসিসি

http://www.jjdin.com/admin/news_images/1138/image_1138_171631.jpg
ওয়েবসাইটপেসার

রুবেল হোসেনের করা ৪০তম ওভারের চতুর্থ ('নো' বল) বলটিকে ট্রাজেক্টরি ভিউ থেকে সরিয়ে ফেলেছে আইসিসি। নিয়মানুযায়ী, আইসিসির ওয়েবসাইটে গেলে প্রতিটি ম্যাচের প্রতিটি ওভারের প্রতি বল ট্রাজেক্টরি ভিউতে দেখা যায়। ওখানে ওভার সিলেক্ট করেও সেই ওভারের বল দেখা যায়। তাছাড়া একটি বল কোথায় পিচ করে কোথায় গিয়েছে তাও জানা যায়।
শুধুমাত্র ব্যতিক্রম ঘটেছে টাইগার পেসার রুবেল হোসেনের করা সেই বিতর্কিত 'নো' বলের ক্ষেত্রে। ৪০তম ওভারের চতুর্থ বলটি 'নো' কল দেয় আম্পায়ার। তাই সেই ওভারে অতিরিক্ত একটি বল করানো হয়। কিন্তু বলের উচ্চতা জানার জন্য আইসিসির ওয়েবসাইটে গিয়ে ঐধশি-ঊুবতে ট্রাজেক্টরি ভিউ করলে দেখা যায়, সেই 'নো' বলটি সরিয়ে ফেলেছে আইসিসি। সেই ওভারের ১, ২, ৩, ৫, ৬, ৭ নাম্বার বল দেখা যায় কিন্তু ৪ নাম্বার ('নো' বল) বলটি দেখা যায় না।


<a href='http://orangebd.com/ads/www/delivery/ck.php?n=a0d63775&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://orangebd.com/ads/www/delivery/avw.php?zoneid=79&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE&amp;n=a0d63775' border='0' alt='' /></a>
অপরদিকে অধিনায়ক মাশরাফির করা ৪২তম ওভারের একটি বল 'নো' বল বলে ঘোষণা দেয় আম্পায়ার এবং সেই ওভারের 'নো' বলসহ সাতটি বল ঠিকই ট্রাজেক্টরি ভিউতে আছে। কিন্তু নেই রুবেলের সেই 'নো' বলটি। বিতর্কিত সেই বলটি ট্রাজেক্টরি ভিউ থেকে সরিয়ে ফেলেছে আইসিসি। সূত্র: ওয়েবসাইট - See more at: http://www.jjdin.com/?view=details&archiev=yes&arch_date=22-03-2015&type=single&pub_no=1138&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=8#sthash.0vBMdJmg.dpuf
বাংলাদেশ_ভারত কোয়ার্টার ফাইনালের সেই বিতর্কিত 'নো' বলটি। রুবেল হোসেনের এই ডেলিভারিতেই ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে বাঁচিয়ে দিয়েছিলেন আম্পায়াররা -ওয়েবসাইটপেসার রুবেল হোসেনের করা ৪০তম ওভারের চতুর্থ ('নো' বল) বলটিকে ট্রাজেক্টরি ভিউ থেকে সরিয়ে ফেলেছে আইসিসি। নিয়মানুযায়ী, আইসিসির ওয়েবসাইটে গেলে প্রতিটি ম্যাচের প্রতিটি ওভারের প্রতি বল ট্রাজেক্টরি ভিউতে দেখা যায়। ওখানে ওভার সিলেক্ট করেও সেই ওভারের বল দেখা যায়। তাছাড়া একটি বল কোথায় পিচ করে কোথায় গিয়েছে তাও জানা যায়।
শুধুমাত্র ব্যতিক্রম ঘটেছে টাইগার পেসার রুবেল হোসেনের করা সেই বিতর্কিত 'নো' বলের ক্ষেত্রে। ৪০তম ওভারের চতুর্থ বলটি 'নো' কল দেয় আম্পায়ার। তাই সেই ওভারে অতিরিক্ত একটি বল করানো হয়। কিন্তু বলের উচ্চতা জানার জন্য আইসিসির ওয়েবসাইটে গিয়ে ঐধশি-ঊুবতে ট্রাজেক্টরি ভিউ করলে দেখা যায়, সেই 'নো' বলটি সরিয়ে ফেলেছে আইসিসি। সেই ওভারের ১, ২, ৩, ৫, ৬, ৭ নাম্বার বল দেখা যায় কিন্তু ৪ নাম্বার ('নো' বল) বলটি দেখা যায় না।

<a href='http://orangebd.com/ads/www/delivery/ck.php?n=a0d63775&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://orangebd.com/ads/www/delivery/avw.php?zoneid=79&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE&amp;n=a0d63775' border='0' alt='' /></a>
অপরদিকে অধিনায়ক মাশরাফির করা ৪২তম ওভারের একটি বল 'নো' বল বলে ঘোষণা দেয় আম্পায়ার এবং সেই ওভারের 'নো' বলসহ সাতটি বল ঠিকই ট্রাজেক্টরি ভিউতে আছে। কিন্তু নেই রুবেলের সেই 'নো' বলটি। বিতর্কিত সেই বলটি ট্রাজেক্টরি ভিউ থেকে সরিয়ে ফেলেছে আইসিসি। সূত্র: ওয়েবসাইট - See more at: http://www.jjdin.com/?view=details&archiev=yes&arch_date=22-03-2015&type=single&pub_no=1138&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=8#sthash.0vBMdJmg.dpuf
বাংলাদেশ_ভারত কোয়ার্টার ফাইনালের সেই বিতর্কিত 'নো' বলটি। রুবেল হোসেনের এই ডেলিভারিতেই ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে বাঁচিয়ে দিয়েছিলেন আম্পায়াররা -ওয়েবসাইটপেসার রুবেল হোসেনের করা ৪০তম ওভারের চতুর্থ ('নো' বল) বলটিকে ট্রাজেক্টরি ভিউ থেকে সরিয়ে ফেলেছে আইসিসি। নিয়মানুযায়ী, আইসিসির ওয়েবসাইটে গেলে প্রতিটি ম্যাচের প্রতিটি ওভারের প্রতি বল ট্রাজেক্টরি ভিউতে দেখা যায়। ওখানে ওভার সিলেক্ট করেও সেই ওভারের বল দেখা যায়। তাছাড়া একটি বল কোথায় পিচ করে কোথায় গিয়েছে তাও জানা যায়।
শুধুমাত্র ব্যতিক্রম ঘটেছে টাইগার পেসার রুবেল হোসেনের করা সেই বিতর্কিত 'নো' বলের ক্ষেত্রে। ৪০তম ওভারের চতুর্থ বলটি 'নো' কল দেয় আম্পায়ার। তাই সেই ওভারে অতিরিক্ত একটি বল করানো হয়। কিন্তু বলের উচ্চতা জানার জন্য আইসিসির ওয়েবসাইটে গিয়ে ঐধশি-ঊুবতে ট্রাজেক্টরি ভিউ করলে দেখা যায়, সেই 'নো' বলটি সরিয়ে ফেলেছে আইসিসি। সেই ওভারের ১, ২, ৩, ৫, ৬, ৭ নাম্বার বল দেখা যায় কিন্তু ৪ নাম্বার ('নো' বল) বলটি দেখা যায় না।

<a href='http://orangebd.com/ads/www/delivery/ck.php?n=a0d63775&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://orangebd.com/ads/www/delivery/avw.php?zoneid=79&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE&amp;n=a0d63775' border='0' alt='' /></a>
অপরদিকে অধিনায়ক মাশরাফির করা ৪২তম ওভারের একটি বল 'নো' বল বলে ঘোষণা দেয় আম্পায়ার এবং সেই ওভারের 'নো' বলসহ সাতটি বল ঠিকই ট্রাজেক্টরি ভিউতে আছে। কিন্তু নেই রুবেলের সেই 'নো' বলটি। বিতর্কিত সেই বলটি ট্রাজেক্টরি ভিউ থেকে সরিয়ে ফেলেছে আইসিসি। সূত্র: ওয়েবসাইট - See more at: http://www.jjdin.com/?view=details&archiev=yes&arch_date=22-03-2015&type=single&pub_no=1138&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=8#sthash.0vBMdJmg.dpuf

Thursday, March 19, 2015

ক্লার্ককেও ফেরালেন রিয়াজ


ক্লার্ককেও ফেরালেন রিয়াজ

ঢাকা: পাকিস্তানের দেয়া ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে শুরুতেই বিপদে ফেলে দিয়েছে পাকিস্তানি পেসাররা। মাত্র ৫৯ রানে ফিরেগেছন ৩ ব্যাটসম্যান। আর তার শুরু করেন সোহেল খান। লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে ওপেনার অ্যারোন ফিঞ্চের উইকেট তুলে নিয়েছেন তিনি.............

জেনিফার লরেন্সের অর্ধশতাধিক নগ্ন ছবি ফাঁস


xকিমের নগ্ন ছবি পোস্ট করলেন তার স্বামী

জেনিফার লরেন্স
Decrease font Enlarge font
সাম্প্রতিককালে হলিউডের সবচেয়ে বড় ঘটনা, একসঙ্গে ১০০ জন বিখ্যাত অভিনেত্রীর নগ্ন ছবি ফাঁস করে দেওয়া হয়েছে ইন্টারনেটে। এ তালিকায় জেনিফার লরেন্সের মতো প্রথম সারির সুন্দরীও আছেন। একটি-দুটি নয়, তার ৬০টি নগ্ন ছবি ফাঁস হয়েছে অ্যাপলের  অনলাইন  স্টোরেজ  আই ক্লাউড থেকে।

জানা গেছে, ‘হাঙ্গার গেমস’-এর দৃশ্যধারণ চলাকালে লরেন্সের ব্যক্তিগত মুহূর্তগুলো বন্দি করা হয় মোবাইল  ফোনের ক্যামেরায়।...........

রাতে রুবেল সম্পর্কে বলবেন হ্যাপি

রাতে রুবেল সম্পর্কে বলবেন হ্যাপি
ঢাকা: মডেল ও চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপি এখন টক অব দ্য টাউন। গত বছরের শেষ দিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করার পর থেকে হ্যাপিকে নিয়ে ক্রিকেট মহল থেকে শুরু করে সারাদেশে তুমুল আলোড়ন সৃষ্টি হয়।

এ আলোড়ন শুধু দেশেই নয়, দেশের বাহিরের গণমাধ্যগুলোতেও স্থান পায়.............................

ম্যান অব দ্য ম্যাচের তিন দাবিদার: ডেভিস, গৌল্ড, আলিম দার

Decrease font Enlarge font
‘ক্ল্যাসিক্যাল ম্যাচ’! নাকি  ‘গেম অব দ্য টুর্নামেন্ট’! বিশ্বকাপে ২৬ মার্চ কি দেখতে যাচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড? সিডনি যাই দেখুক, বাংলাদেশ তার আর্বিভাব দিবসে শুধু-ই দর্শক!  হ্যাঁ, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি কে হচ্ছে, তা নির্ধারিত হবে স্যার ডনের শহরে অস্ট্রেলিয়া - পাকিস্তান ম্যাচে।

পাকিস্তান জিতে সিডনি গেলে, দুই প্রতিবেশীর লড়াই ক্ল্যাসিক্যাল পর্যায়ে পৌঁছাবে সেটা অনুমান করা  যায়। আর  ব্র্যাডম্যানের শহর থেকে জয় নিয়ে অস্ট্রেলিয়া যদি সিডনি যায় এবং ভারতের মুখোমুখি হয়, তাহলে সেটা হতে পারে, ‘গেম অব দ্য টুর্নামেন্ট’.........................

Wednesday, March 18, 2015

জনগণ কেন খুনিদের ভোট দেবে: হাসিনা

http://d30fl32nd2baj9.cloudfront.net/media/2015/03/18/pm-bb-birth-day-1.jpg/ALTERNATES/w620/PM-BB-Birth-Day-1.jpg

চ্যাম্পিয়নদের সামনে ভয়হীন বাংলাদেশ








http://d30fl32nd2baj9.cloudfront.net/media/2015/03/18/pre.jpg/ALTERNATES/w620/PRE.jpg

Tuesday, March 17, 2015

পর্ণের ছোবলে বিপন্ন শৈশব


নিলয় রাজধানীর স্বনামধন্য একটি স্কুলের ছাত্র। অষ্টম শ্রেণীর সমাপনীতে ভালো ফলাফল করার শর্ত হিসেবে প্রবাসী বড় ভাইয়ের কাছে বায়না ধরেছিল মুঠোফোন দেয়ার। ভাই নাজমুল হাসান প্রথমে আপত্তি জানালেও মা-বাবার কথামতো কিছু দিনের মধ্যেই একটি মাল্টি-মিডিয়া ফোন সেট পাঠায়। এতেই পাল্টে যায় নিলয়। একাকী থাকা তার ভারী পছন্দ। বিদ্যুত্ চলে যাওয়ার পরেও দমফাটা গরমে দরজা বন্ধ করে ঘরে বসে থাকে। সারাক্ষণ কেমন অস্থির, চোখে-মুখে ক্লান্তির ছাপ।

এ পরিবর্তন পরিবারের সদস্যরাও আঁচ করতে পারেন। আকাশ ভেঙে মাথায় পড়ার মতো স্কুলশিক্ষকরা জানান, পড়ালেখায় নিলয়ের আগের ধার নেই।

অমনোযোগিতার সঙ্গে যোগ হয়েছে স্কুল ফাঁকি দেয়া। এরপর মা-বাবা খোঁজ নিয়ে জানতে পারেন ভয়ঙ্কর সব তথ্য। নিলয় সারাক্ষণ কক্ষ বন্ধ করে মুঠোফোনে পর্নো ছবি দেখে, ফেসবুকে চ্যাট করে সময় নষ্ট করে। এতেই ফলাফল খারাপ হতে থাকে। তবে এখানেই শেষ নয়। বাবা-মা ছেলের এই অধঃপতন বুঝতে পেরে মুঠোফোন সরিয়ে নিয়েও থামাতে পারেননি। ফোন ছেড়ে এখন সে পাড়ার সাইবার ক্যাফেতে বসে অবাধে চালিয়ে যাচ্ছে এসব পর্নোগ্রাফি ছবি দেখা................................

নারী লতা -পৃথিবীর নগ্ন ফুল-nogno ful

naree lota
নারীলতা একটি নগ্ন ফুলের নাম! নারীদের মত দেখতে মনে হয় বলে এ ফুলের নাম দেয়া হয়েছে নারীলতা ফুল। পৃথিবীতে অনেক ফুলের নাম শুনছি এবং দেখছি। কিন্তু এমন একটি ফুল কি কেউ কখনও দেখছেন? ফুলটি দেখলে অনেকরই হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে। তবে বাস্তবেই এমন ধরনের ফুলের অস্তিত্ব আছে পৃথিবীতে। এটা বেশি দূরে নয়। আমাদেরই প্রতিবেশী দেশ ভরতেই সন্ধান মিলছে এমন একটি ফুল গাছ। হিমালয় পর্বতের সারি সারি পাহারের পাশেই এদের জন্ম।

ভারতে এ গাছকে নারীলতা(Nari Lota) বলে থাকে। তাছাড়া থাইল্যান্ড এবং শ্রীলংকাতেও এই ফুল পাওয়া যায়। থাইল্যান্ডে বলে “Nareepol” এবং শ্রীলংকাতে বলে “Liyathabara Mala”। নারীলতা গাছে প্রতি বিশ বছর পর পর ফুল ফুটে। যে ফুলকে দখলে অনেকেই ভাবতে পারেন এ গাছে মনে হয় পরীরা আস্তানা গড়ে আছে। অনেকে এ গাছের নিচ দিয়ে গেলে ভয়ে দৌড়ে পালায়।

বাংলাদেশের জন্য বড় ধরনের দুঃসংবাদ








 

http://www.famousnews24.com/images/myimages/news_picture_16433_tb.jpg
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল ম্যাচ যদি ড্র বা ম্যাচ বাতিল হয় তাহলে কী হবে? এমন প্রশ্ন শোনার পর কিছুটা হাতাশ হওয়াটা স্বাভাবিক। কারণ সারা বিশ্বের ক্রিকেট প্রেমিরা এখন সময় গুনছে কখন কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুরু হবে। তবে যাই বলি-না কেন প্রশ্নের উত্তর হবে গ্রুপ পর্বে যে দলগুলো ভালো  করেছে তাদের সেমিফাইনালের সুযোগ পাবে।


গ্রুপ পর্বের ম্যাচ শেষে সেরা আটটি দল কোয়ার্টার ফাইনাল স্তরে ইতিমধ্যে পৌঁছে গেছে। আর এই পর্যায় থেকে সব দলের ক্ষেত্রেই একেবারে 'কর নয় মর' পরিস্থিতি।

এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে যদি বৃষ্টির কারণে খেলা বাতিল হয়ে যায় বা ম্যাচ ড্র হয়, সেক্ষেত্রে গ্রুপ স্তরে কোন দল এগিয়ে ছিল তার বিচারেই একটি দল টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে খেলার সুযোগ পাবে।

চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ড্র হলে কী হবে? আইসিস-র বিবৃতি অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম পর্যায়ে যারা ভালো ফল করেছেন তারা এই ধরণের পরিস্থিতিতে অতিরিক্ত সুবিধা পাবেন।

সে অনুযায়ী এখন যা পরিস্থিতি তাতে, নিউজিল্যান্ড (পুল এ-র তালিকায় শীর্ষে রয়েছে), ভারত (পুল বি-র তালিকায় শীর্ষে রয়েছে)। অস্ট্রেলিয়া (পুল এ - দ্বিতীয় স্থানে) এবং দক্ষিণ আফ্রিকা (পুল বি - দ্বিতীয় স্থানে) রয়েছে। পাকিস্তান (পুল বি - তৃতীয় স্থানে) এবং শ্রীলঙ্কা (পুল এ তৃতীয় স্থানে)। ওয়েস্ট ইন্ডিজ (পুল বি - চতুর্থ) এবং বাংলাদেশ (পুল এ - চতুর্থ)।

একইভাবে সেমি ফাইনালের ক্ষেত্রেও ম্যাচ বাতিল বা ড্র-এর পরিস্থিতি এলে একই নিয়ম অবলম্বন করা হবে। কিন্তু ফাইনালে যদি ড্র-এর পরিস্থিতি আসে তাহলে জয়ী দল নির্বাচন করার জন্য সুপার ওভার খেলানো হবে। কিন্তু ফাইনাল ম্যাচ ছাড়া অন্য কোনও পর্যায়ে সুপার ওভারের ব্যবস্থা থাকছে না।



Monday, March 16, 2015

বলিউড তারকাদের নগ্ন-সেক্সি ভিডিওর খবরে তোলপাড়...(ভিডিও)

http://bbn24.com/wp-content/uploads/2014/04/images-18.jpgনগ্ন-সেক্সি ভিডিওর স্ক্যান্ডাল বাজার গরম করে ফেলেছ। বলিউডের তেমনই কয়েকটি আলোচিত স্ক্যান্ডালের খবর নিয়ে এ আয়োজন, যা ইন্টারনেটের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে ভক্তদের কাছে। ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মডেল মোনা সিং। সম্প্রতি তার একটি ভিডিও এমএমএসর মাধ্যমে প্রকাশ পায়। ২৩ সেকেন্ডের এ ভিডিওতে বিবসনা অবস্থায় ছিলেন মোনা। ভিডিও চিত্রটি দেখলে মনে হবে, নিজেই স্বেচ্ছায় চিত্রায়িত করেছেন এটি। যা ছড়িয়ে পড়লে তোলপাড় পুরো মিডিয়া প্রাঙ্গনে। এমনকি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে তাকে।
বিখ্যাত মডেল অভিনেত্রী শার্লিন চোপরার একটি ভিডিও ফুটেজ বেশ আলোড়ন তোলে। নিজেই নিজের একটি বিবসনা ভিডিও প্রকাশ করেন ইউটিউবে। সমালোচকরা বলছেন ‘কামসূত্র’র অভিনেত্রী নিজেকে আলোচনায় আনতেই এ ভিডিও প্রকাশ করেছেন। নিজের জন্মদিনে শার্লিন এ ভিডিওটি প্রকাশ করেন। এই ভিডিও ফুটেজের ইউটিউবের ভিজিটরের সংখ্যাও ছিল প্রচুর।
বলিউড স্টার রিয়া সেন ও আসমিত প্যাটেলর একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে ২০১৩ সালে। এ ফুটেজ প্রকাশ পাওয়ার পরপরই তুমুল সমালোচনার মধ্যে পড়েন বাংলা কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনর নাতনী রিয়া সেন। সবাই বেশ কড়া সমালোচনা করেন তার উগ্র জীবনযাপনের জন্য। অন্যদিকে এ অন্তরঙ্গ মুহুর্তের ফুটেজ প্রকাশের জন্য অনেকেই দায়ী করেন অসমি
for video click here

মানজার রানা থাকছেনই!

http://paimages.prothom-alo.com/contents/cache/images/300x0x1/uploads/media/2015/03/16/fb0cf251a531fd4f1fb236ecd095e876-manjarul-Islam-Rana-image.png

মেলবোর্নে বসে কী আজ মানজার রানাকে মনে পড়ছে মাশরাফি বিন মুর্তজার? প্রিয় বন্ধুর মৃত্যু দিনে মাশরাফির তাঁর কথা মনে পড়বে না, এটা মেনে নেওয়া বোধ হয় একটু কষ্টকরই। বিশ্বকাপে পরের ম্যাচটা ভারতের সঙ্গে বলেই হয়তো রানার কথা আজ আরও বেশি করে মনে পড়ছে মাশরাফির। এই ভারতের সঙ্গে বাংলাদেশ দলের প্রয়াত অলরাউন্ডারের কী যেন একটা সম্পর্ক আছে! নয়তো তাঁর মৃত্যুর মাসেই কেন বারবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ!

‘কী যেন একটা সম্পর্ক...’—এটা কথার কথা! বলতে হয় বলেই বলা। কিন্তু আসল ব্যাপারটা তো ক্রিকেটপ্রেমী মাত্রেরই বুঝে যাওয়ার কথা। ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল রানার দুঃসহ মৃত্যু–সংবাদকে সঙ্গী করেই, তাঁর মৃত্যুর ঠিক দুদিন পরে। ২০১২ সালে এশিয়া কাপে ভারত যেদিন বাংলাদেশের কাছে আবারও হারল, সেই দিনটা ছিল রানার পঞ্চম মৃত্যুবার্ষিকী। আজ ২০১৫ সালে রানার অষ্টম মৃত্যুবার্ষিকী যখন পার হয়ে যাচ্ছে, ঠিক তখন বাংলাদেশ অপেক্ষায় আছে আরও একটি ভারত-মহারণের। ভারতের সঙ্গে এটি রানার বিশেষ কোনো যোগ নয়তো কী!

২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নেওয়ার সময়ই গোটা বাংলাদেশ শিবির বিমূঢ় হয়ে গিয়েছিল দেশ থেকে আসা ভয়াবহ এক দুঃসংবাদে। টিমমেট-বন্ধু মানজারুল ইসলাম রানা প্রাণ হারিয়েছেন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। প্রিয়জন হারানোর বেদনা বুকে চেপে রেখেই পোর্ট অব স্পেনে দল খেলেছিল। আজও বাংলাদেশ দলের অনেকেই মনে করেন এবং অন্তর দিয়েই বিশ্বাস করেন, সেদিন পোর্ট অব স্পেনে প্রতিটি খেলোয়াড়ের ছায়াসঙ্গী হয়ে নাকি মানজার রানা ছিলেন। বিজ্ঞানমনস্করা এই কথায় বিরক্ত হতে পারেন, তা হোন তাঁরা। কিন্তু বিশ্বাস কিংবা আবেগের সঙ্গে তো আর জোর খাটে না। যুক্তিও যে অনেক ক্ষেত্রেই আবেগের কাছে বিপুল ব্যবধানে পরাজিত।

আজ থেকে আট বছর আগে ঠিক এ দিনেই খুলনার ডুমুরিয়ায় মোটর বাইক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন দেশের হয়ে ২৫টি ওয়ানডে ও ছয়টি টেস্ট খেলা এই ক্রিকেটার। ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচের অভিজ্ঞতা ঝুলিতে নিয়ে মৃত্যুর সময় রানা ছিলেন এদেশের অন্যতম প্রতিশ্রুতিবান ক্রিকেটার। সেদিন ডুমুরিয়ার সড়ক দুর্ঘটনায় রানার সঙ্গে নিহত হয়েছিলেন বাংলাদেশের আরেক প্রথম শ্রেণির ক্রিকেটার সাজ্জাতুল হাসান সেতু। খুলনা বিভাগীয় দলের টিমমেটকে সঙ্গে নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলেন রানা প্রিয় খাদ্যের সন্ধানে। কিন্তু তাঁর জীবনপ্রদীপ সেদিন থামিয়ে দিয়েছিল দ্রুতগতির ট্রাক। রানার মনটাও তখন ভালো ছিল না। বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন। দুদিন বাদেই ব্রায়ান লারার দেশে বাংলাদেশের খেলা। যে দলের ড্রেসিং রুমে ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত কাটিয়েছেন আনন্দময় কিছু সময়। সেই দল, সেই টিমমেটরা ওয়েস্ট ইন্ডিজে, তিনি দেশে বসে খেলছেন প্রথম শ্রেণির ম্যাচ! মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কি এই কথাগুলোই মনে হচ্ছিল রানার? এত অসাবধান সেদিন কীভাবে হলেন রানা? তিনি তো এমন অসাবধানী কেউ ছিলেন না!

রানার মৃত্যুর ঠিক দুদিন পরই ভারতের সঙ্গে ম্যাচটিতে বুকে পাথর বেঁধে খেলে জয়ী হয়েছিল বাংলাদেশ। রানার বন্ধু মাশরাফি বিন মুর্তজা অনেক জায়গায়ই বলেছেন, ‘কেন যেন মনে হচ্ছিল “রানা” মাঠেই আমাদের সবার সঙ্গে রয়েছে।’ সে দলের অধিনায়ক হাবিবুল বাশারের মনে পড়ছিল একটি কথাই। দেশ ছাড়ার আগে রানার একটি অনুরোধ, ‘সুমন ভাই, একটা বড় দলকে হারাতেই হবে।’

খেলোয়াড় হিসেবে খুব তথাকথিত ‘গ্ল্যামারাস’ ছিলেন না। বলে-ব্যাটেও অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার তাঁকে বলা যাবে না। কিন্তু মৃত্যুর পর ওই রানাই যে এমন অসাধারণ হয়ে উঠবেন—এ কথা কেউ কি ভেবেছিল? ২০০৭ বিশ্বকাপের আগে হাবিবুল বাশারকে বলেছিলেন, একটা বড় দলকে হারাতেই হবে। বেঁচে থাকলে এখন হয়তো থাকতেন দলের অন্যতম সিনিয়র খেলোয়াড়। কোয়ার্টার ফাইনালের আগুন লড়াইয়ের আগে তিনি সতীর্থদের কী বলতেন?

মাশরাফি হয়তো আজ মেলবোর্নে বসে কল্পনায় সেই কথাগুলোই সাজিয়ে চলেছেন!

খালেদা জিয়ার বক্তব্যে নমনীয়তার ইঙ্গিত?


.অনেকের বক্তব্যের সঙ্গে একমত হওয়া কঠিন যে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে একেবারে নতুন কিছুই নেই। অন্তত তিনটি বিষয়ে কিছুটা নমনীয়তার ইঙ্গিত রয়েছে বলে প্রতীয়মান হয়। তবে, তাঁর বক্তব্যে কিছুটা অস্পষ্টতার কারণে রাজনৈতিক পর্যবেক্ষকেরা কিছুটা সংশয় প্রকাশ করেছেন।
প্রথমত, তিনি নির্বাচনকালীন সরকারের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে নির্দিষ্টভাবে ‘সকলের কাছে গ্রহণযোগ্য সরকারের’ ওপর জোর দিয়েছেন। দ্বিতীয়ত, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত দশম সংসদকে অবৈধ বলেননি, বরং প্রথমবারের মতো মেনে নিয়েছেন। এমনকি ১৯৯৬ সালের মতো একটি সংবিধান সংশোধন বিল পাস দেখতে চাইছেন। কিন্তু তাই বলে বিলুপ্ত হওয়া ত্রয়োদশ সংশোধনীর পুনরুজ্জীবন তিনি চাননি। তৃতীয়ত, চলমান অবরোধ কর্মসূচি তিনি অনির্দিষ্টকাল ধরে না চালানোরও একটা ইঙ্গিত দিয়েছেন। অনেকের মতে, সুনির্দিষ্টভাবে উল্লেখ না করলেও তিনি ২৬ মার্চের মধ্যে সুরাহা চান। তিনি ‘ঐক্যবদ্ধভাবে ৪৫তম স্বাধীনতা দিবস উদ্যাপনের’ কথা বলেছেন।
প্রবীণ আইনজীবী রফিক-উল হক অবশ্য মনে করেন, ‘সুর দেখে মনে হয় নরম, কিন্তু তাতে পুলকিত হলে চলে না, কারণ, পরক্ষণেই তা উল্টে যেতে পারে।’ তাঁর কথায়, ‘আমরা ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখে ভয় পাই।’
বেগম জিয়া তাঁর চার পৃষ্ঠার লিখিত বক্তৃতায় ‘বিরাজমান সমস্যা সমাধানে’ নির্দিষ্টভাবে তিনটি দফা দিয়েছেন। এতে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা নেই। যদিও ওই লিখিত বক্তব্যের শেষাংশে উল্লেখ আছে, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশগ্রহণে দ্রুত একটি নির্বাচনের আয়োজন করলেই কেবল চলমান সংকটের সুরাহা হবে।’ কিন্তু এটা তাঁর চাপিয়ে দেওয়া বা তাঁর একতরফা কোনো অনমনীয় অবস্থান বলা যায় না। কারণ, ওই বক্তব্যের শর্তাংশে বলা আছে, ‘এ নিয়ে ক্ষমতাসীনেরা যদি কোনো আলোচনা করতে না চায়, তাহলে সমস্যা সমাধানের দায়িত্ব এককভাবে তাদের ওপরেই বর্তাবে।’
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কথাটি এড়িয়ে চলতে বিএনপির ধারাবাহিক অবস্থান লক্ষ করা যায়। অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ‘ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর অধীনে’ নির্বাচনের কথা বারবার উল্লেখ করেছেন। বিএনপি এর বিরোধিতা করেনি। বিষয়টিতে কিছুটা অস্পষ্টতা থাকলেও বিএনপির আগের অবস্থান থেকে তা সরে আসার ইঙ্গিত দেয়।
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান বলেন, উভয় পক্ষকে ছাড় দিতে হবে। খালেদা জিয়ার কিছুটা নমনীয়তা, বিশেষ করে অবৈধ সংসদ না বলার মধ্যে, দেখা গেছে। এখন প্রধানমন্ত্রীর তরফে ছাড় দেওয়ার কথা জাতি শুনতে চায়।
১৩ মার্চের সংবাদ সম্মেলনে বিএনপির নেত্রী তাঁর তিনটি দফা ক, খ ও গ দিয়ে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছেন। কিন্তু সর্বশেষ দফায় রেখেছেন নির্বাচনের কথা। ক দফায় নেতা-কর্মীদের মুক্তি, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, তার তদন্ত ও দোষীদের শাস্তিদান এবং মিথ্যা মামলা প্রত্যাহার, খ দফায় সভা-সমাবেশ-মিছিলসহ রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আরোপিত সকল প্রকার বিধিনিষেধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে। আর গ দফায় বলা হয়েছে, ‘সকলের কাছে গ্রহণযোগ্য সরকারের অধীনে সকলের অংশগ্রহণে অনতিবিলম্বে জাতীয় সংসদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সুনির্দিষ্ট তারিখের মধ্যে সংলাপের আয়োজন করতে হবে।’
রাজনীতিতে যুক্তিসংগত ফর্মুলার আকাল কখনো পড়েনি। তদুপরি নির্বাচন প্রশ্নে খালেদা জিয়ার সর্বশেষ বক্তব্যকে একটি অগ্রগতি হিসেবে দেখা চলে। তিনি ‘অনতিবিলম্বে’ নির্বাচন চেয়েছেন। কোনো আলটিমেটাম দেননি। নির্বাচন অনুষ্ঠানের জন্য নয়, তিনি ‘সুনির্দিষ্ট তারিখের মধ্যে সংলাপ’ চেয়েছেন। এমনকি যে বাক্যে তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন চেয়েছেন, সেখানেও তিনি ‘সকলের অংশগ্রহণ’ কথাটি উল্লেখ করতে ভোলেননি। কারণ, তাঁকে এই বাস্তবতা স্বীকার করতে হয় যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
সাবেক আইনমন্ত্রী ও সরকারদলীয় সাংসদ আবদুল মতিন খসরু বলেন, বিএনপির নেত্রী আইনের চোখে ফেরার। তাঁর মুখে এখন আরও আন্দোলন চালানোর আহ্বান হৃদয়বিদারক, অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন। এত মৃত্যু ও ধ্বংসের পরেও তিনি অনমনীয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, বিএনপির নেত্রীর প্রস্তাবে নমনীয়তার আভাস স্পষ্ট। শুধু তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন করতে হবে তা বলা নেই। তৃতীয় কোনো ফর্মুলার দিকে যাওয়ার ইঙ্গিত আছে। নতুন একটা জায়গা তৈরি হয়েছে। এখন সরকার কীভাবে অগ্রসর হয়, সেটা দেখার বিষয়।

নায়ক-গায়ক একসঙ্গে

মোশাররফ করিম, তাহসান খানমোশাররফ করিমের অনেক নাটক-টেলিছবিই দেখা হয়েছে তাহসানের। অন্যদিকে তাহসানের গান মোশাররফ শোনেন প্রায় সময়ই। গান আর অভিনয়ের দুই তারকা এবার একটি নাটকের জন্য এক হতে যাচ্ছেন। নির্মাতা জীবন শাহাদাৎ পরিচালিত আজ শুভদিন নাটকে একসঙ্গে দেখা যাবে তাঁদের। এতে তাহসান সংগীতশিল্পীর চরিত্রেই অভিনয় করছেন, আর মোশাররফ করিমের চরিত্রটি গান বিক্রেতার।
নাটকের শুটিং হবে ১৯ ও ২০ মার্চ। একসঙ্গে অভিনয়ের বিষয়টি তাহসান আর মোশাররফ দুজনই দেখছেন খুব স্বাভাবিকভাবে। তাহসান বলেন, ‘মোশাররফ ভাইয়ের অনেক নাটক দেখেছি। উনি ভালো অভিনেতার পাশাপাশি খুবই চমৎকার মানুষ। তাঁর সঙ্গে কাজ করাটা খুব আনন্দের হবে বলে আশা করছি।’ মোশাররফ করিম বললেন, ‘তাহসানের গান শুনি। যদিও একসঙ্গে কাজ করা হয়নি, তবে পরিচয় তো ছিলই। তাঁকে আমি খুব পছন্দ করি। কাজের সময়টা খুব ভালো কাটবে বলেই মনে হচ্ছে।’
নাটকে মোশাররফ করিম ও তাহসানের সঙ্গে দেখা যাবে ফারিয়া শাহরীনকে। গান ও অভিনয়ের এই দুই তারকার সঙ্গে অভিনয় নিয়ে তিনি বলেন, এর আগে দুজনের সঙ্গেই আলাদাভাবে কাজ করা হয়েছে। এবার একসঙ্গে কাজ হবে। তাই উৎসাহটা অনেক বেশি

ভারতকে পেলে জ্বলে ওঠেন যাঁরা

ভারতের বিপক্ষে সবচেয়ে সফল ব্যাটসম্যান মুশফিক; গত বছর ফতুল্লায় ১১৭ রানের সেই ইনিংস। ছবি: প্রথম আলোভারতের বিপক্ষে সবচেয়ে সফল ব্যাটসম্যান মুশফিক; গত বছর ফতুল্লায় ১১৭ রানের সেই ইনিংস। ছবি: প্রথম আলো১৬ মার্চ ২০১২। আজ থেকে ঠিক তিন বছর আগের ঘটনা। স্মৃতিটা সজীব থাকার কথা। অবশ্য ৩ বছর হলেও এমন সুখস্মৃতি ধূসর হওয়ার কথা নয়। সেদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়া কাপে ভারতের বিপক্ষে শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির দিনে বাংলাদেশ দল উপহার দিয়েছিল এক রূপকথার জয়। ২৯০ রান তাড়া করতে নেমে সাকিব-তামিম-মুশফিকদের একেকটা বাউন্ডারি যেন রক্তে নাচন তুলছিল বাংলাদেশি দর্শকদের!
স্মৃতির ভেলায় চড়ে আরেকটু আগে ফিরে যান। ১৭ মার্চ, ২০০৭। বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার তোপে ভারত অলআউট ১৯১ রানে। ব্যাট হাতে তামিমের সেই ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারা; সঙ্গে মুশফিকের ঠান্ডা মাথায় ফিনিশিং। এল আরেকটি কাব্যিক জয়।
তারও আগে ২৬ ডিসেম্বর, ২০০৪ সাল। অবশ্য এ তারিখটা বিশ্ব জানে ভিন্ন কারণে। ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে সেবার ক্ষতি হলো বেশুমার। ওই দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামেও ভারতের কাছে ‘সুনামি’ হয়ে উঠলেন মাশরাফি! ‘অলরাউন্ডার’ মাশরাফির কল্যাণে ভারতের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২৭ লড়াইয়ে বাংলাদেশের জয়ের ঘটনা এ তিনটিই। প্রথমটি সৌরভ গাঙ্গুলির জমানায়, দ্বিতীয়টি রাহুল দ্রাবিড়ের ভারত আর শেষটি মহেন্দ্র সিং ধোনির বিশ্বজয়ী ভারতের বিপক্ষে। আর এ তিন জয়ের গল্প বলতে গেলে ঘুরেফিরে আসে কয়েকজনের নাম। মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল—ভারতের বিপক্ষে সবচেয়ে সফল বাংলাদেশের চার মূর্তি।
২০০৪ সালের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০০ পেরিয়েছিল মূলত ‘ব্যাটসম্যান মাশরাফি’র কল্যাণে। ৯ নম্বরে নেমে ৩৯ বলে ৩১ রানে ছিলেন অপরাজিত। দল পেয়েছিল ২২৯ রানের পুঁজি। বল হাতে মাশরাফি শূন্য রানেই ফিরিয়ে দিয়েছিলেন বীরেন্দর শেবাগকে। সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি ভারত। গাঙ্গুলির দল অলআউট ২১৪ রানে। মাশরাফি ৯ ওভার বল করে ৩৬ রানে পেয়েছিলেন ২ উইকেট। এমন অলরাউন্ডার পারফরম্যান্সে ম্যাচসেরা হিসেবে মাশরাফিকে বেছে নিতে খুব একটা কষ্ট হয়নি বিচারকদের।
২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে মাশরাফি যেন আরও ভয়ংকর। শুরুতেই ভারতের টপ অর্ডার এলোমেলো করে দিলেন ‘নড়াইল এক্সপ্রেস’! আবারও মাশরাফির বলে বোল্ড শেবাগ! মাশরাফির সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি দ্রাবিড়ের দল। ধুঁকতে থাকা ইনিংসটা থামে ১৯১ রানে। মাশরাফি ৯.৩ ওভারে ৩৮ রানে পেলেন ৪ উইকেট।
ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ আক্রমণ শুরু করেন তরুণ তামিম। সেদিন তামিমের ভূমিকা কী ছিল, আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ বইয়ে শচীন টেন্ডুলকার লিখেছেন এভাবে, ‘...বাংলাদেশকে ঝোড়ো সূচনা এনে দিলেন বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। এতে তারা ৫ উইকেট হাতে রেখে খুব সহজেই লক্ষ্যে পৌঁছে গেল।’ টেন্ডুলকার তামিমের ঝোড়ো সূচনা বা কুইক স্টার্টের কথা বলেছেন ঠিকই। বলেননি, জহির-মুনাফদের কীভাবে ডাউন দ্য উইকেটে গিয়ে উড়িয়ে মেরেছিলেন বাঁহাতি ওপেনার! তামিমের পাশাপাশি মুশফিক ও সাকিবও ফিফটি করে জানান দিয়েছিলেন নিজেদের আগমনী বার্তা। তবে কোনো ব্যাটসম্যান নয়; বল হাতে দুরন্ত মাশরাফিই সেদিন ম্যাচসেরা।
২০১২ এশিয়া কাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ঘটল স্মরণযোগ্য দুটি ঘটনা। রাজ্যের চাপ ফুঁড়ে টেন্ডুলকার পেলেন শততম সেঞ্চুরি। ভারত করল ২৮৯ রান। এ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫ রানেই ওপেনার নাজিমউদ্দিন ফিরে যাওয়ার পরও বাংলাদেশ লক্ষ্য পেরিয়েছিল সাবলীলভাবেই। আর সেটা সম্ভব হয়েছিল একসঙ্গে পাঁচ ব্যাটসম্যান জ্বলে ওঠায়। তামিমের ব্যাট থেকে এল ৭০ রানের সময়োপযোগী ইনিংস। ফিফটি পেলেন জহুরুল ইসলাম, নাসির হোসেনও। ফিফটি না পেলেও ম্যাচের নাটাই নিজেদের হাতে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন মুশফিক-সাকিব। মুশফিক অপরাজিত ছিলেন ২৫ বলে ৪৬ রানে আর সাকিব ফেরেন ৩১ বলে ৪৯ রান করে। টেন্ডুলকারের রেকর্ড সেঞ্চুরির আনন্দ ম্লান হয়ে গেল বাংলাদেশের দুর্দান্ত জয়ে।
ভারতের বিপক্ষে বল হাতে দুরন্ত মাশরাফি! ফাইল ছবিভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের সেঞ্চুরি খুব একটা সহজলভ্য নয়। এ পর্যন্ত সেঞ্চুরি পেয়েছেন মাত্র দুজন। ২০০৮ সালের জুনে করাচিতে এশিয়া কাপে অলক কাপালি করেছিলেন ১১৫ রান। গত বছর ফতুল্লায় এশিয়া কাপেই অলককে ছাড়িয়ে যান মুশফিক, করেন ১১৭ রান। ভারতের বিপক্ষে এটিই বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। অন্যদিকে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন বাংলাদেশের মাত্র একজন বোলার। সেই কৃতিত্ব তাসকিন আহমেদের। গত বছর জুনে নিজের অভিষেকেই তাক লাগিয়ে দিয়েছিলেন এ তরুণ পেসার। তাসকিনের তোপে ভারত গুটিয়ে গিয়েছিল মাত্র ১০৫ রানে। অবশ্য মামুলি এ লক্ষ্যটা পেরোতে পারেনি বাংলাদেশ। জিততে পারেনি কাপালি-মুশফিকর সেঞ্চুরির দিনেও।
যে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, তা দলীয় প্রচেষ্টায়। নিয়ম মেনে ম্যাচের মূল নায়ক হিসেবে একজনকে বেছে নিতে হয়েছে। কিন্তু সে সব ম্যাচের পার্শ্বনায়ক ছিলেন অনেকেই। ‘অনেকে’ বলতে ঘুরেফিরে ওই চার-পাঁচজনই।
এবার কী হবে? ১৯ মার্চ মেলবোর্নে পুরোনো নায়কেরাই জ্বলে উঠবেন, নাকি বাংলাদেশ দেখবে নতুন নায়কের বী

এবার ভারতের ‘মওকা মওকা’ ভিডিও'র শক্ত জবাব দিলেন বাংলাদেশের তরুণেরা (ভিডিও)

এবার ভারতের ‘মওকা মওকা’ ভিডিও'র শক্ত জবাব দিলেন বাংলাদেশের তরুণেরা (ভিডিও)
--
বাংলাদেশকে অবজ্ঞা করে বানানো ভারতীয় ‘মওকা মওকা’ ভিডিওর জবাব দিয়েছে বাংলাদেশের কিছু তরুণ। তারা পাল্টা আরেকটি ভিডিও বানিয়ে তা ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আর এই ভিডিওটি এরই মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে।
ভিডিওতে বাংলাদেশের ক্রিকেট দলের কাছে ভারতের দলের হারের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে ২০০৭ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের -----
... See More
Like · · ·

Sunday, March 15, 2015

পদে থেকে প্রার্থী নয়

আইন অনুযায়ী লাভজনক পদে থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের সুযোগ না থাকলেও আগাম প্রচারে সংসদ সদস্যদেরও দেখা যাচ্ছে।

ইসি কর্মকর্তারা বলেছেন, পদে থেকে মেয়ররাও নির্বাচিত করতে পারেন না। পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিতে হবে।
“সাংসদদেরও পদত্যাগ করতে হবে প্রার্থী হলে। তবে সিডিএ চেয়ারম্যান বা এ ধরনের প্রতিষ্ঠানে স্বপদে থেকে নির্বাচনের সুযোগ রয়েছে স্থানীয় নির্বাচনে,” বলেন এক কর্মকর্তা।
প্রার্থী হতে হলে এবার সংশ্লিষ্টদের অবশ্যই টিআইএন নম্বর দিতে হচ্ছে। মনোনয়নপত্রে এ সংক্রান্ত সংশোধনীও আনা হয়েছে।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, মনোনয়নপত্রে টিআইএন নম্বর যুক্ত করতে প্রয়োজনীয় সংশোধনী এনে মনোনয়নপত্র ছাপা হবে। আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিগগির নতুন মনোনয়নপত্র করা হবে। সেক্ষেত্রে সব প্রার্থীকে টিআইএন নম্বর দিতে হবে।
স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট এলাকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা থাকায় কিছু কাউন্সিলর প্রার্থী ইসিতে ভোটার স্থানান্তরের আবেদনও করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ নেই। এর আগে যারা আবেদন করেছে তাদের বিষয়ে কমিশন পর্যা‌লোচনা করে সিদ্ধান্ত দেবে।

প্রিয়ঙ্কার ছোট বোন বার্বির খোলামেলা জিদ! (ভিডিও)

http://www.somoyerkonthosor.com/wp-content/uploads/2015/03/barby-bg20141101164438.jpgবিনোদন ডেস্ক : জিদ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক ঘটলো প্রিয়ঙ্কা চোপড়ার বোন বার্বির। আর এই প্রথম ছবিতেই খোলামেলা দৃশ্যে দেখা গেছে তাকে। ইতিমধ্যে ছবির পোস্টারে টপলেস হয়ে আলোড়ন ফেলেছেন এই নবাগতনায়িকা।

সাদিয়া জাহান প্রভা:

bd model prova sex scandalজনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা যখন দেশের শীর্ষ মডেল ও অভিনেত্রী, ঠিক সেই সময়েই তার একটি ভিডিও ফুটেজ বাজারে ছাড়েন তার সেই সময়ের হবু বর রাজীব। মুহূর্তেই তা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। রাজীব এবং প্রভার বিয়ে পারিবারিকভাবেই চূড়ান্ত হয়েছিলো। সব ঠিকঠাক এগুচ্ছিলোও। তাই অনেকটা দাম্পত্য জীবনের মতোই ছিলো তাদের সম্পর্ক। কিন্তু এর মাঝে অভিনেতা অপূর্বর সাথে প্রভার মনদেয়া নেয়া হলে প্রভা পালিয়ে অপূর্বকে বিয়ে করে বসেন। এরপরই প্রতিহিংসার বশে রাজীব তার হবু স্ত্রী প্রভার একান্ত সময়ের কিছু ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেন। প্রভার পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছিল। এ নিয়ে তুমুল বিতর্কে পরেন প্রভা। অপূর্বর সাথেও সংসার ভেঙ্গে যায়। ক্যারিয়ারে ধস নামে। দীর্ঘ ২ বছর মিডিয়া থেকে আড়ালে ছিলেন তিনি।

মেসির জোড়া গোলে শীর্ষে বার্সা

শনিবার রাতে জোড়া গোল পেলেন লিওনেল মেসি ছবি: এএফপিমেসির জোড়া গোলে আবারও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে বার্সেলোনা। এইবারকে ২-০ গোলে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজেদের ব্যবধানও বাড়িয়ে তুলেছে বার্সা। ‘ব্লাঙ্কোস’দের চেয়ে এই মুহূর্তে চার পয়েন্টে এগিয়ে আছেন লুইস এনরিকের শিষ্যরা।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফুটবল খেলা বার্সাকে শনিবার রাতে কিছুটা এলোমেলো মনে হলেও শেষ হাসিটা কিন্তু দারুণভাবেই হেসেছে তারা।

ম্যাচের ৩১ মিনিটেই মেসির পেনাল্টি গোলে এগিয়ে যায় বার্সেলোনা। নিজেদের বক্সের মধ্যে এইবার ডিফেন্ডার বোরহা একিসা হাত দিয়ে বল ঠেকালে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি মেসির বুকের ধুকপুকানি বাড়ালেও তা কার্যকর করতে এতটুকু ভুল করেননি তিনি। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে নিশ্চিত একটি গোলের সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমার নষ্ট করেন সহজ সুযোগ। ১০ মিনিটে মেসিকে অবশ্য আর ঠেকাতে পারেনি এইবার। ইভান রাকিতিচের কর্নার থেকে নিচু হয়ে হেড করে দলকে এগিয়ে দেন ২-০ গোলে। লা লিগার এবারের আসরে এটি মেসির ৩২তম গোল। ৩০ গোল করে এই তালিকায় মেসির ঠিক পরেই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

লা লিগায় বার্সেলোনার পরের ম্যাচটিই ‘এল ক্লাসিকো।’ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে পয়েন্ট টেবিলের ব্যবধান মেসিদের যে মানসিকভাবে এগিয়ে রাখবে, তাতে কোনো সন্দেহ নেই। কোচ এনরিকের স্বস্তির জায়গাও ঠিক এটাই। তিনি বলেছেন, ‘আমরা এল ক্লাসিকোয় মাঠে নামব দারুণ অবস্থায়, এগিয়ে থেকে। কিন্তু এগিয়ে থাকাই কিন্তু সবকিছু নয়। আমাদের আরও এগিয়ে যেতে হবে।’ সূত্র: এএফপি।

টাঙ্গাইলে হিন্দু পরিবারের আট সদস্যের ইসলামগ্রহণ


টাঙ্গাইল: টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বী ঋষি সম্প্রদায়ভুক্ত এক পরিবারের আট সদস্যের সবাই পবিত্র ইসলাম গ্রহণ করেছেন।
এ ঘটনা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দয়াকান্দি গ্রামের খগেন ঋষির পরিবারের। স্ত্রী-সন্তান নিয়ে তারা আট সদস্য দুই সপ্তাহ আগেও হিন্দু ধর্মাবলম্বী ঋষি সম্প্রদায়ভুক্ত ছিলেন। এখন তারা ওই এলকার নও মুসলিম পরিবার।
গত ১ মার্চ পরিবারের সব সদস্য টাঙ্গাইলের নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
ইসলাম গ্রহণের পরই তাদের বাড়িতে লেগে আছে উৎসুক জনতার ভিড়। নও মুসলিম পরিবারটি গ্রামের পুরানো বাসিন্দা হলেও তাদের নতুন করে দেখছে গ্রামবাসী।
ইসলাম ধর্ম গ্রহণ করার পর একই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ফরমান খান তাদের থাকার জন্য কিছু জমি দান করেছেন। সেই জমিতেই তারা ঘর নির্মাণ করেছেন।
পরিবার প্রধান খগেন ঋষি বলেন, আমার পরিবারের আট সদস্যই হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
খগেন ঋষি (৫০) তার নাম পরিবর্তন করে আবদুর রহমান নাম রেখেছেন। একইভাবে তার পরিবারের অন্য সদস্যদের নাম পরিবর্তন করা হয়েছে। খগেনের স্ত্রী পূর্ণি ঋষি (৪২) এখন ফাতেমা বেগম, বড় ছেলে কার্তিক ঋষি (৩২) আবদুল্লাহ, মেজো ছেলে মিলন ঋষি (২৫) জাহিদুল ইসলাম, ছোট ছেলে সুশান্ত ঋষি (১০) নাসির উদ্দিন, মেয়ে শিলা ঋষি (৮), মরিয়ম খাতুন, বড় ছেলে কার্তিকের স্ত্রী লক্ষ্মী ঋষি (২২) আয়েশা খাতুন এবং তার মেয়ে সোনালী ঋষি (৫)-এর নাম পরিবর্তন করে আমেনা বেগম রাখা হয়েছে।
নও মুসলিম আবদুর রহমানের ছেলে আবদুল্লাহ জানান, তিনি ৫ বছর দুবাই প্রবাসী ছিলেন। সেখানে থাকা অবস্থায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রবাস থেকে ফিরে এসে তিনি তার পরিবারের সকল সদস্যকে ইসলাম ধর্ম গ্রহণে উৎসাহিত করেন।
তার ধারাবাহিকতায় টাঙ্গাইল নোটারি পাবলিকের মাধ্যমে পরিবারের সব সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এ উপলক্ষে গত শুক্রবার গ্রামবাসী ইসলাম ধর্মাবলম্বীরা এ পরিবারটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। উপজেলার পাকুটিয়া বটতলা মসজিদের ইমাম মওলানা ইউসুফ আলী তাদের কালেমা পাঠ করান।
একই সঙ্গে ওইদিন দিন পরিবারের পুরুষ সদস্যরা স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন। বিবাহিত দম্পতিদের ইসলাম ধর্মীয় রীতি অনুসারে পুনঃবিবাহ পড়ানো হয়। নও মুসলিম আবদুল্লাহ ইসলামের অনুশাসন পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

তারকাদের সেক্স স্ক্যান্ডাল


শমী কায়সারা:
bangladeshi model shomi kaisar sex scandal শমী কায়সার বেশ কিছুদিন থেকে অভিনয়ের বাইরে আছেন। একসময়ে দাপটের সঙ্গে অভিনয় করেছেন শমী কায়সার। শমী কায়সার তার অভিনয় জীবনে সবচেয়ে আলোচিত হন সেক্স স্ক্যান্ডালের কারণে। কলকাতার রিঙ্গোকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তাদের গোপন ভিডিও বাজারে আসে ২০০৩ সালের দিকে। এসময় সিডি তৈরি করে ব্যবসা করেন অসাধু ব্যবসায়ীরা।

এইটুকুতেই ঘেমে গেলেন ধোনি!

অনলাইন ডেস্ক | আপডেট:


সংবাদ সম্মেলনে ধোনি। এএফপিবিশ্বকাপের মতো বড় একটি টুর্নামেন্ট। আয়োজক দুটি প্রতিবেশী দেশ। তবে প্রতিবেশী হলেও তাদের মাঝে তাসমান সাগরের ব্যবধান। অংশগ্রহণকারী প্রায় প্রতিটি দলকেই খেলতে হয়েছে দুটো দেশ ঘুরে ঘুরে। তবে এর মধ্যে ব্যতিক্রম ছিল স্বাগতিক নিউজিল্যান্ড। আয়োজক হিসেবে কিছু বাড়তি সুবিধা তো তারা পেতেই পারে। কিন্তু স্বাগতিক না হয়েও স্বাগতিকদের মতোই সুবিধা পেয়ে এসেছে ভারতীয় ক্রিকেট দল। তবুও নাকি সন্তুষ্ট নন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সফরসূচি নিয়ে তাঁর এন্তার অভিযোগ।
স্বাগতিক হিসেবে নিউজিল্যান্ড সবগুলো ম্যাচই খেলেছে নিজেদের মাঠে। ত্যাগ স্বীকার করতে হয়েছে অপর আয়োজক অস্ট্রেলিয়াকেও। একটা ম্যাচ তারা খেলেছে নিউজিল্যান্ডে উড়ে এসে। ওড়াওড়ির ঝক্কি আর ভ্রমণক্লান্তি ভুগিয়েছে অন্য অংশগ্রহণকারী দেশগুলোকেও। কিছু ম্যাচ অস্ট্রেলিয়ায়, তারপরই উড়াল দিতে হয়েছে নিউজিল্যান্ডে। সেখানে এক-দুটি ম্যাচ খেলে আবার আসতে হয়েছে অস্ট্রেলিয়ায়। অথবা কিছু ম্যাচ নিউজিল্যান্ডে, তারপর উড়াল অস্ট্রেলিয়ায়। সেখানে খেলে আবার নিউজিল্যান্ডে।
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে গ্রুপ পর্বে ভারত একমাত্র দল হিসেবে পেয়েছে একই ভেন্যুতে পর পর দুটো ম্যাচ খেলার সুযোগ। সেই ম্যাচ দুটো হয়েছিল পার্থে। সে সময় টানা ১৩ দিন তারা পার্থে থাকার সুযোগ পায়। একই ভেন্যুতে টানা দুটো ম্যাচ খেললে কিছু বাড়তি সুযোগও পাওয়া যায়। মাঠের কন্ডিশন, আবহাওয়া সম্পর্কে বেশ ভালো ধারণা হয়ে যায়। বাড়তি বিশ্রামের সুযোগ তো আছেই। আরও একটি সুবিধা পেয়েছেন ধোনি-কোহলিরা। তাঁরা মাত্র একবার দেশ পরিবর্তন করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টানা চারটি ম্যাচ খেলে গ্রুপপর্বের শেষ দুটি ম্যাচ তাঁরা খেলেছেন নিউজিল্যান্ডে। যেখানে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েকে দুবার করে যাওয়া-আসা করতে হয়েছে।
কিন্তু তার পরও নাখোশ ধোনি। সফরসূচি নিয়ে জানিয়েছেন একগাদা অসন্তোষ। তাঁর খেলোয়াড়েরা বিশ্রামের জন্য যথেষ্ট সময় পাচ্ছেন না বলে জানান তিনি। পার্থ থেকে ভারতীয় দল নিউজিল্যান্ডের অকল্যান্ডে এসে পৌঁছায় ৭ মার্চ মধ্যরাতে। সেখান থেকে প্রায় ঘণ্টা দুয়েকের বাসযাত্রার পর তারা এসে পৌঁছায় হ্যামিল্টনে। সময়-পার্থক্য এবং যাত্রার ধকলে নাকি ঠিকমতো ঘুমোতেই পারেননি দলের খেলোয়াড়েরা। হ্যামিল্টন থেকে অকল্যান্ড ফেরার পথেও আবার তাঁদের বাসে করে যাওয়ার ঝক্কি পোহাতে হয়। এ নিয়ে নাকি বিরক্ত অনেক খেলোয়াড়। আসলে যেটা হয়েছে, অকল্যান্ড থেকে হ্যামিল্টনের কোনো ভালো বিমান নেই। যা আছে সবই ছোট ছোট ১০ আসনের বিমান। যা ভারতের ৩৩ জনের বিশাল বহর বহনের উপযোগী নয়। এ জন্যই সেখানে বাসের ব্যবস্থা করা হয়েছিল। শুধু ভারতই নয়, হ্যামিল্টনে খেলা প্রতিটি দলকেই একই পন্থায় যাতায়াত করতে হয়েছে। কিন্তু অভিযোগ শুধু ভারতের কণ্ঠে।
শনিবার জিম্বাবুয়েকে হারিয়ে সংবাদ সম্মেলনে এসে আরও একটি দাবির কথা তুলেছেন অধিনায়ক ধোনি। সফরক্লান্তি কাটাতে দলের সব খেলোয়াড়ের জন্য আরামদায়ক ‘বিজনেস’ ক্লাসের বিমান টিকিট চান তিনি। বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের দেখভালের দায়িত্ব আইসিসির। সাধারণত সফরকারী দল চারটি বিজনেস ক্লাসের টিকিট পায়। যেগুলো ব্যবহার করেন দলের অধিনায়ক, প্রধান কোচ, ম্যানেজার এবং দলের পরিচালক। অন্য খেলোয়াড়েরা ভ্রমণ করেন ‘ইকোনমি’ বা সাধারণ ক্লাসে। সবাই এভাবেই এত দিন ধরে খেলে আসছেন। কিন্তু একমাত্র ধোনিই দাবি তুললেন দলের সবার জন্যই বিজনেস ক্লাস টিকিটের। ভারতীয় পত্রিকা এবেলা থেকে জানা গেল, আইসিসি প্রথা ভেঙে ভারতের সব খেলোয়াড়কেই ‘বিজনেস’ ক্লাসে করে মেলবোর্নে উড়িয়ে আনতে পারে ।
এই সুযোগ কি শুধু ভারতের জন্য? তাহলে বাকি দলগুলোর অপরাধ কী? প্রশ্নগুলোর উত্তর আপাতত মিলছে না!

ওপেনিং নিয়ে অস্বস্তি থাকছেই

ওপেনিং নিয়ে অস্বস্তি থাকছেই

রানা আব্বাস | আপডেট:
এমসিজিতে শ্রীলঙ্কার বিপক্ষে কোনো রান না করেই বোল্ড হয়ে গেলেন তামিম। ছবি: শামসুল হকটাইম মেশিনে এক মাস আগে ফিরে গেলে কী দেখবেন? চারটি প্রস্তুতি ম্যাচে হেরে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ; সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। অথচ ......
সেই দলটা দারুণভাবে ঘুরে দাঁড়াল মূল মঞ্চে এসে। তবে কোয়ার্টার ফাইনালে পা রাখার এ আনন্দক্ষণেও দলের পুরোনো রোগটি নিয়ে খচখচানি থেকেই যাচ্ছে—উদ্বোধনী জুটিটা কেন দাঁড়াচ্ছে না?
প্রায় প্রতিটি ম্যাচেই ‘এক-দুই উইকেট নেই’ ধরে নিয়ে এগোতে হচ্ছে বাংলাদেশকে। পরিসংখ্যানটা দেখুন, একমাত্র আফগানিস্তান ম্যাচ বাদে সবগুলো ম্যাচেই

সালাহ উদ্দিনকে আদালতে হাজিরের বিষয়ে পরবর্তী শুনানি সোমবার

লাহ উদ্দিনকে আদালতে হাজিরের বিষয়ে পরবর্তী শুনানি সোমবার

নিজস্ব প্রতিবেদক | আপডেট:




সালাহ উদ্দিন আহমদ। ফাইল ছবিবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করে আদালতে হাজির করার বিষয়ে করা আবেদনের বিষয়ে আগামীকাল সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার দুপুরে বিচারপতি কামরুল ....

শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ভারতে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ভারতে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | আপডেট:






মোল্লা মাসুদঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঘোষিত শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ভারতে গ্রেপ্তার হয়েছেন.....
Powered by Blogger.