skip to main |
skip to sidebar
ক্লার্ককেও ফেরালেন রিয়াজ
ঢাকা: পাকিস্তানের দেয়া ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে শুরুতেই বিপদে ফেলে দিয়েছে পাকিস্তানি পেসাররা। মাত্র ৫৯ রানে ফিরেগেছন ৩ ব্যাটসম্যান। আর তার শুরু করেন সোহেল খান। লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে ওপেনার অ্যারোন ফিঞ্চের উইকেট তুলে নিয়েছেন তিনি.............।
তৃতীয় ওভারের তৃতীয় বলেই ঘটল ঘটানাটা। সোহেল খানের গুড লেন্থের বলে পরাস্ত হন ফিঞ্চ।আম্পায়ার কুমার ধর্মসেনা আঙ্গুল তুলে জানিয়ে দিলেন আউট।
স্টিভেন স্মিথকে নিয়ে শুরুর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু শেষ পর্যন্ত ওয়াহাব রিয়াজের তোপের মুখে উইকেটই বিলিয়ে দিয়ে আসতে হলো ওয়ার্নারকে। ৯ম ওভারের তৃতীয় বলে থার্ডম্যানের ওপর দিয়ে খেলতে গিয়েই রাহাত আলির হাতে ক্যাচ দিলেন। আউট হয়ে গেলেন ২৪ রান করে।আর ৫৯ রানের মাথায় অধিনায়ক মাইকেল ক্লার্ককেও ফেরান রিয়াজ।
এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৯। উইকেটে স্টিভেন স্মিথ ২২ এবং ক্লার্ক ৩ রানে।
ব্রেকিংনিউজ/এমআই
0 comments:
Post a Comment