Pages

Sunday, March 15, 2015

পদে থেকে প্রার্থী নয়

আইন অনুযায়ী লাভজনক পদে থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের সুযোগ না থাকলেও আগাম প্রচারে সংসদ সদস্যদেরও দেখা যাচ্ছে।

ইসি কর্মকর্তারা বলেছেন, পদে থেকে মেয়ররাও নির্বাচিত করতে পারেন না। পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিতে হবে।
“সাংসদদেরও পদত্যাগ করতে হবে প্রার্থী হলে। তবে সিডিএ চেয়ারম্যান বা এ ধরনের প্রতিষ্ঠানে স্বপদে থেকে নির্বাচনের সুযোগ রয়েছে স্থানীয় নির্বাচনে,” বলেন এক কর্মকর্তা।
প্রার্থী হতে হলে এবার সংশ্লিষ্টদের অবশ্যই টিআইএন নম্বর দিতে হচ্ছে। মনোনয়নপত্রে এ সংক্রান্ত সংশোধনীও আনা হয়েছে।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, মনোনয়নপত্রে টিআইএন নম্বর যুক্ত করতে প্রয়োজনীয় সংশোধনী এনে মনোনয়নপত্র ছাপা হবে। আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিগগির নতুন মনোনয়নপত্র করা হবে। সেক্ষেত্রে সব প্রার্থীকে টিআইএন নম্বর দিতে হবে।
স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট এলাকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা থাকায় কিছু কাউন্সিলর প্রার্থী ইসিতে ভোটার স্থানান্তরের আবেদনও করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ নেই। এর আগে যারা আবেদন করেছে তাদের বিষয়ে কমিশন পর্যা‌লোচনা করে সিদ্ধান্ত দেবে।

0 comments:

Post a Comment

Powered by Blogger.