Pages

Tuesday, March 24, 2015

তৈলাক্ত চুলের সমস্যা থেকে মুক্তির দারুণ কিছু উপায়




http://www.banglahealth.com/wp-content/uploads/2015/03/Greasy_Hair-620x264.jpg
চুল আমাদের সকলেরই সৌন্দর্যের একটি বড় অংশ। আর সৌন্দর্যের এই  বড় অংশটি  যদি বাঁধা হয়ে দাঁড়ায় অতিরিক্ত তৈলাক্ততার জন্য তাহলে কার না খারাপ লাগে। তৈলাক্ত ত্বক যেমন বিরক্তিকর ঠিক তেমনই বিরক্তিকর তৈলাক্ত চুলের সমস্যা। মাথার ত্বক অনেক বেশি তৈলাক্ত হওয়ার কারণে চুলে তেলতেলে ভাব চলে আসে যা চুলের জন্যও ভালো নয় মোটেই। এতে করে চুলে খুব দ্রুত ময়লা আটকে যায় এবং চুল পড়া শুরু হয়। এই সমস্যা সমাধানের খুব সহজে কিছু উপায় রয়েছে। চলুন তবে জেনে নেয়া যাক তৈলাক্ত চুলের সমস্যা থেকে মুক্তির দারুণ কিছু উপায়।

১) নিজেই তৈরি করে নিন অয়েল-রিমুভিং শ্যাম্পু

১ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ১ টেবিল চামচ তাজা লেবুর রস একসাথে মিশিয়ে শজেই তৈলাক্ত চুলের জন্য শ্যাম্পু তৈরি করে নিতে পারেন। এটি বাড়তি তেল সরিয়ে ফেলে এবং চুলের ফলিকল নারিশ করে।

২) প্রতিদিন চুল ধোবেন

তৈলাক্ত চুলের সমস্যা দূর করতে প্রয়োজনবধে প্রতিদিনচুল,,,,,,,,,,,,,,more

0 comments:

Post a Comment

Powered by Blogger.