Pages

Thursday, March 19, 2015

রাতে রুবেল সম্পর্কে বলবেন হ্যাপি

রাতে রুবেল সম্পর্কে বলবেন হ্যাপি
ঢাকা: মডেল ও চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপি এখন টক অব দ্য টাউন। গত বছরের শেষ দিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করার পর থেকে হ্যাপিকে নিয়ে ক্রিকেট মহল থেকে শুরু করে সারাদেশে তুমুল আলোড়ন সৃষ্টি হয়।

এ আলোড়ন শুধু দেশেই নয়, দেশের বাহিরের গণমাধ্যগুলোতেও স্থান পায়.............................

। এ ঘটনার পর প্রথমবারের মতো কোনো টিভি চ্যানেলে তিনি রুবেল সর্ম্পকে কথা বলছেন। পাশাপাশি চলচ্চিত্রে আগমন, অভিনয় জীবন, আগামীর কাজ নিয়ে কথা বলেন তিনি।

ফৌজিয়া এরিনার উপস্থাপনায় ‘সিনো মিউজিক’ শিরোনামের একটি অনুষ্ঠানে অতিথি হয়েছেন চিত্রনায়িকা হ্যাপি। 

১২ মার্চ বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে এ অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার করা হবে। অনুষ্ঠানে হ্যাপি অভিনীত সিনেমাসহ ঢালিউডের বিভিন্ন জনপ্রিয় সিনেমার গানগুলোর বিশেষ অংশ দেখানো হবে। 

অনুষ্ঠানের উপস্থাপিকা ফৌজিয়া এরিনা বলেন, ‘এ অনুষ্ঠানে হ্যাপি রুবেল সম্পর্কে তার ব্যক্তিগত জীবনের সম্পৃক্ততার কথা বলবেন।

অনুষ্ঠানের ভেতর দিয়ে হ্যাপি-রুবেলের নানা অজানা তথ্য সম্পর্কেও দর্শকরা জানতে পারবে বলে জানান এরিনা

2 comments:

Powered by Blogger.